বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নার্গিস বেগম

আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ১০:২৪:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ১০:২৪:০৭ পূর্বাহ্ন
জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের স্ত্রী নার্গিস বেগমকে দলের ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে বিএনপি। তিনি যশোর জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক।

বুধবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে নার্গিস বেগমকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়, আপনি জেনে আনন্দিত হবেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে আপনাকে মনোনীত করা হয়েছে। দলের সর্বাঙ্গীন উন্নতি, ঐক্য ও সংহতি রক্ষার্থে নিষ্ঠার সাথে কাজ করবেন বলে দল আশা রাখে। আপনার সুস্থতা, সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি।



দলীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২০ মে যশোর জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে ৫৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক হন অধ্যাপক নার্গিস বেগম। দায়িত্ব পাওয়ার পর থেকে দলের দুর্দিনে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি।

সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি যশোর জেলা বিএনপির সম্মেলনে সভাপতি প্রার্থী হওয়ার গুঞ্জন থাকলেও একেবারে শেষের দিকে জানিয়ে দেন তিনি প্রার্থী হচ্ছেন না। ফলে নেতাকর্মীরা ভেবে নেন বয়সজনিত কারণে রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন জেলার প্রবীণ এই রাজনীতিবিদ। তবে নতুন চমক দেখিয়ে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তারা জানিয়েছেন, কঠিন সময়ে দলকে ধরে রাখার পুরস্কার হিসেবে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক নার্গিস বেগম।

একই সঙ্গে দলের জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশীদ ইয়াসিনকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv