নির্মাতাকে বেঁধে রেখে ইচ্ছেমতো কথা শোনালেন মোশাররফ করিম!

আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ১২:৪৩:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ১২:৪৩:২৫ অপরাহ্ন
এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে প্রায় হাফ ডজন সিনেমা। শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদের ছবির সঙ্গে এবার যোগ হলো মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’। শরাফ আহমেদ জীবনের পরিচালনায় নির্মিত এ সিনেমা এরই মধ্যে ব্যতিক্রমী প্রমোশনাল ভিডিওর কারণে দর্শকের নজর কেড়েছে।

সম্প্রতি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পরিচালক জীবনকে মুখে টেপ লাগিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন মোশাররফ করিম! বিরক্তি নিয়ে তিনি বলেন, "তুমি অনেক যন্ত্রণা দিয়েছো আমাকে। সিনেমা রিলিজ দেওয়া তোমার দায়িত্ব, দিচ্ছো না কেন?" জীবনের অনুরোধেও বাঁধন খুলতে রাজি হন না মোশাররফ। একপর্যায়ে মুখের টেপ খুলে তিনি রসিকতা করে বলেন, "ঈদে চক্কর রিলিজ হবে, প্রমোশন হবে — সবই হবে। কিন্তু জীবন, তোমার রিলিজ নাই!"

সিনেমাটি সম্পর্কে পরিচালক শরাফ আহমেদ জীবন বলেন, ‘চক্কর ৩০২’ মূলত থ্রিলার ঘরানার, যেখানে মানবিক গল্পও আছে। দর্শক শুরু করলে শেষ পর্যন্ত না দেখে থাকতে পারবে না।” সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছে কারখানা প্রোডাকশন্স, সহ-প্রযোজনায় রয়েছে গামাফ্লিক্স।

সিনেমাটিতে মোশাররফ করিমকে দেখা যাবে "ইন্সপেক্টর মইনুল" চরিত্রে। চমকপ্রদ গল্প আর মোশাররফের অনবদ্য অভিনয়ে ঈদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে ‘চক্কর ৩০২’ — এমনটাই আশা করছেন নির্মাতা ও দর্শকরা।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv