কোকেন সরবরাহে দোষী সাব্যস্ত সাবেক অজি স্পিনার

আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০৭:৫৯:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০৭:৫৯:০৮ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল কোকেন সরবরাহের সঙ্গে সম্পৃক্ত থাকার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যম এবিসি বৃহস্পতিবার (১৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে।

২০২১ সালের এক ঘটনায় ম্যাকগিল তার ব্যক্তিগত কোকেন ডিলারের সঙ্গে এক সহযোগীর পরিচয় করিয়ে দেন। তদন্তে উঠে আসে, সেই দুই ব্যক্তি প্রায় ২ লাখ মার্কিন ডলারের মাদকের চুক্তিতে জড়িত ছিলেন। যদিও ওই লেনদেনে সরাসরি ম্যাকগিলের অংশগ্রহণের প্রমাণ মেলেনি, তবে নিষিদ্ধ মাদক সরবরাহে সহযোগিতা করার দায়ে তাকে অভিযুক্ত করা হয়।

তবে, বাণিজ্যিক পরিসরে মাদক সরবরাহের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন ৫৪ বছর বয়সী এই সাবেক স্পিনার।

উল্লেখ্য, স্টুয়ার্ট ম্যাকগিল ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট খেলেছেন। অসাধারণ প্রতিভাবান হওয়া সত্ত্বেও শেন ওয়ার্নের ছায়ায় পড়ে তিনি খুব বেশি সুযোগ পাননি। মাঠের বাইরে এ ধরনের বিতর্কে জড়িয়ে পড়ায় তার ক্যারিয়ারের উত্তরাধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com