রাশিয়ার সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা নিয়ে মার্কিনিদের উদ্বেগ

আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০১:২৩:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০১:২৩:০৪ অপরাহ্ন
রাশিয়ার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত সখ্যতা রয়েছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি নাগরিক। বুধবার (১২ মার্চ) সম্পন্ন হওয়া রয়টার্স / ইপসোস জরিপের ভিত্তিতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৫৬ শতাংশ মনে করেন, ট্রাম্পের আমলে ওয়াশিংটন-মস্কো সম্পর্ক গাঢ় হয়েছে। বিপরীতে ৪০ শতাংশ এই বক্তব্যের বিরোধিতা করেছেন আর চার শতাংশ উত্তর দেওয়া থেকে বিরত থেকেছেন।


জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে দীর্ঘদিনের মার্কিন পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন এনেছেন ট্রাম্প। এই পরিবর্তন এতোটাই বেশি, যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধকালীন প্রতিদ্বন্দ্বী রাশিয়ার সঙ্গে প্রকাশ্যেই সখ্যতা গড়ে তুলছেন।


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুণমুগ্ধ মার্কিন প্রেসিডেন্টের কর্মকাণ্ডে কিছুটা চিন্তায় পড়ে গেছে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্ররা। নির্বাচনি প্রচারণার অঙ্গীকার মোতাবেক ইউক্রেন-রাশিয়া যুদ্ধ দ্রুত অবসানের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। তবে এই কাজ করতে গিয়ে ইউক্রেনকে পাশ কাটিয়ে সরাসরি রাশিয়ার সঙ্গে আলোচনা করার কারণে অস্বস্তিতে পড়েছে মার্কিন মিত্ররা। এরমধ্যে হোয়াইট হাউজে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জনসম্মুখে তুলোধুনো করার ঘটনায় এই অস্বস্তি আরও বৃদ্ধি পেয়েছে।

অবশ্য, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে আপত্তি থাকলেও ইউক্রেনের কাছ থেকে প্রতিদান আদায়ে মার্কিন নাগরিকদের বড় এক অংশের সমর্থন রয়েছে।

জরিপে অংশগ্রহণকারী প্রায় ৪৪ শতাংশ মার্কিনি মনে করেন, ইউক্রেনে সামরিক সহায়তার বিনিময়ে খনিজ সম্পদের ভাগ চাওয়া সম্পূর্ণ যুক্তিসংগত। দুই তৃতীয়াংশ রিপাবলিকান ও এক পঞ্চমাংশ ডেমোক্র্যাট এই দলে রয়েছেন।

বিগত সপ্তাহগুলোতে ট্রাম্পের জনপ্রিয়তার মাত্রা ৪৪ শতাংশেই স্থির রয়েছে। তার প্রথম মেয়াদ বা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে উপভোগ করা জনপ্রিয়তা হারের চেয়ে এই মান এখনও বেশি।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv