
ঈদে বাড়ি ফিরতে সকাল থেকে যাত্রীরা নেমে পড়েছেন অনলাইনে টিকিট কাটতে। আজ শুক্রবার ২৪ তারিখের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। সাড়ে ৮টার মধ্যেই রেল সেবা অ্যাপস ও ওয়েবসাইটে টিকিট কাটার জন্য ২০ লাখ হিট হয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
আজ শুক্রবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি ট্রেনের প্রায় ১৫ হাজার ৭৭৩টি বিক্রি শুরু হয়। রেলওয়ের কর্মকর্তারা জানান, সকাল ১০টার মধ্যে বেশিরভাগ টিকিট সেল হয়ে গেছে।
আজ দুপুর ২টা থেকে অনলাইনে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এ সময় ২৩টি ট্রেনের ১৭ হাজার ৪৮৪টি টিকিট বিক্রি হবে।
ঈদযাত্রায় চার দিনের বাস টিকিটের চাহিদা বেশিঈদযাত্রায় চার দিনের বাস টিকিটের চাহিদা বেশি
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ১৬ মার্চ বিক্রি হবে ২৬ মার্চের টিকিট। ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ। ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ। ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।
আজ শুক্রবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি ট্রেনের প্রায় ১৫ হাজার ৭৭৩টি বিক্রি শুরু হয়। রেলওয়ের কর্মকর্তারা জানান, সকাল ১০টার মধ্যে বেশিরভাগ টিকিট সেল হয়ে গেছে।
আজ দুপুর ২টা থেকে অনলাইনে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এ সময় ২৩টি ট্রেনের ১৭ হাজার ৪৮৪টি টিকিট বিক্রি হবে।
ঈদযাত্রায় চার দিনের বাস টিকিটের চাহিদা বেশিঈদযাত্রায় চার দিনের বাস টিকিটের চাহিদা বেশি
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ১৬ মার্চ বিক্রি হবে ২৬ মার্চের টিকিট। ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ। ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ। ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।