শ্রীলীলাকে ‘বিয়ে’ করছেন কার্তিক আরিয়ান

আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ১১:২৩:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ১১:২৩:১০ পূর্বাহ্ন
বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও অভিনেত্রী শ্রীলীলার প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরেই চলছে। এবার সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করলেন কার্তিকের মা মালা তিওয়ারি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি অনুষ্ঠানে কার্তিকের হবু স্ত্রী সম্পর্কে মন্তব্য করেন তার মা।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কার্তিকের মাকে প্রশ্ন করা হয়, তিনি কেমন পুত্রবধূ চান? উত্তরে মালা তিওয়ারি বলেন, ‘পরিবারের সবাই চান, হবু বউমা যেন একজন ভালো ডাক্তার হন।’

এই মন্তব্যের পর থেকেই ভক্তরা ধারণা করছেন, শ্রীলীলার দিকেই ইঙ্গিত করেছেন তিনি।

শ্রীলীলা চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষ করেছেন, তার মা একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। অন্যদিকে, কার্তিকের পরিবারেও সবাই চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত। বাবা, মা ও বোন— তিনজনই ডাক্তার। এ কারণে ভক্তরা মনে করছেন, শ্রীলীলাই হতে যাচ্ছেন কার্তিকের জীবনসঙ্গী।

এদিকে কার্তিকের বোন কৃতিকার সাম্প্রতিক এক পার্টিতেও আমন্ত্রিত ছিলেন শ্রীলীলা। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে তার ভালো সম্পর্ক স্পষ্টভাবে নজরে এসেছে।

২০০১ সালের ১৪ জুন যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন শ্রীলীলা। চিকিৎসক হওয়ার পরও তিনি অভিনয়কেই ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন। ব্যক্তিগত জীবনে নরম স্বভাবের এই অভিনেত্রী গুরু ও শোভিতা নামে দুই অনাথ প্রতিবন্ধী শিশুকে দত্তক নিয়েছেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv