নাক নিয়ে কটাক্ষ, জবাব দিয়ে উল্টো তোপের মুখে সাইফপুত্র

আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ০২:০৬:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ০২:০৬:২৭ অপরাহ্ন
বলিউড অভিনেতা সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান সম্প্রতি এক পাকিস্তানি সমালোচকের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন, যা তাকে ব্যাপক সমালোচনার মুখে ফেলেছে। মূলত, ওই সমালোচক ইব্রাহিমের নাকের গড়ন নিয়ে মন্তব্য করেন, যা ইব্রাহিম সহ্য করতে পারেননি। এরপর, ইব্রাহিম সামাজিক মাধ্যমে ওই সমালোচককে জবাব দেন এবং তার মন্তব্যের মাধ্যমে বেশ আক্রমণাত্মক হয়ে ওঠেন।

ইব্রাহিম লিখেছেন, "আপনার নামটা অনেকটা আমার ছোট ভাই তৈমুরের মতো। আপনি আমার ভাইয়ের নাম পেয়েছেন। আপনি কী পাননি জানেন? তার মতো মুখ আপনি পাননি। আপনার মুখ আবর্জনার স্তূপ!" এর পর, তিনি আরও বলেন, "ভবিষ্যতে যদি কোনোদিন মুখোমুখি হয়, আমি আপনার মুখ আরও কুৎসিত বানিয়ে দেব।"

এদিকে, ইব্রাহিমের এই মন্তব্যের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়। অনেকেই ইব্রাহিমকে তার আচরণের জন্য দোষারোপ করেছেন এবং তার এমন ব্যবহারকে একেবারে অপ্রত্যাশিত ও অপরিকল্পিত বলছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, "এই হচ্ছেন প্রকৃত ইব্রাহিম, পর্দায় যে মানুষটি ভদ্র ছিল, সেটি ছিল কেবলই ভান!" আরেকজন লিখেছেন, "ইব্রাহিমের উচিত ছিল তার বাবার সম্মান রক্ষা করা, কিন্তু তিনি এমনভাবে প্রতিক্রিয়া জানিয়ে ভুল করেছেন।"

তবে কিছু নেটিজেন এমন মন্তব্য করেছেন, যারা মনে করেন ইব্রাহিম শুধু নিজের ছোট ভাই তৈমুরের সম্মান রক্ষা করতে চেয়েছিলেন, এবং সেই সমালোচক তার মন্তব্যের মাধ্যমে খুবই বাজে আচরণ করেছেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv