রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে ৫ ছিনতাইকারী আটক

আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ০২:৫১:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ০২:৫১:৩২ অপরাহ্ন
রাজধানীর তেজগাঁও, মিরপুর ও উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে পাঁচ পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. সাজ্জাত হোসেন ওরফে সাগর (৪২), মো. ওয়াসিম আকরাম (৩৫), মো. সুমন (৩০), মো. সুলতান মাহমুদ খান (৪৫) ও মোহাম্মদ শান্ত (২৯)। এ সময় তাদের থেকে নগদ এক লাখ ২০০ টাকা, তিন পুরিয়া হেরোইন, একটি স্ক্রু ড্রাইভার ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার তেজগাঁও থানার সাতরাস্তা ক্রসিংয়ের উত্তর সিগন্যালের যাত্রী ছাউনির সামনে নিয়মিত ট্রাফিক দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক তেজগাঁও জোনের সার্জেন্ট মো. সোহরাব হোসাইন। সকাল সাড়ে ১১টার দিকে একটি বাসে যাত্রী উঠার সময় কয়েকজন এক যাত্রীর টাকা ছিনতাই করে পালাচ্ছিলেন। বিষয়টি সার্জেন্ট মো. সোহরাব হোসাইনের দৃষ্টিগোচর হলে তিনি উপস্থিত জনসাধারণের সহযোগিতায় ধাওয়া করে তিন ছিনতাইকারী মো. সাজ্জাত হোসেন ওরফে সাগর, মো. ওয়াসিম আকরাম ও মো. সুমনকে আটক করেন ও ছিনতাইকৃত নগদ এক লাখ টাকা উদ্ধার করেন।

একই দিনে মিরপুর সাড়ে এগারো এলাকায় সেতারা টাওয়ারের সামনে দায়িত্ব পালনকালে রাত সাড়ে ৮টার দিকে এক পথচারীর চিৎকার শুনে ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারী মো. সুলতান মাহমুদ খানকে ধাওয়া করে আটক করেন ট্রাফিক মিরপুর-জোনের সার্জেন্ট মো. রবিন রানা।

রাত ১২টার দিকে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারী মোহাম্মদ শান্তকে জনসাধারণের সহযোগিতায় আটক করেন ট্রাফিক উত্তরা-পূর্ব জোনের সার্জেন্ট শাহাদাত হোসেন শান্ত। তার হেফাজত থেকে তিন পুরিয়া হেরোইন, একটি স্ক্রু ড্রাইভার, নগদ ২০০ টাকা ও একটি ছিনতাইকৃত মানিব্যাগ উদ্ধার করা হয়। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv