
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিচারহীনতা এবং ভারতীয় সংস্কৃতির কারণে বাংলাদেশের ঘরে ঘরে নির্লজ্জতা এবং বেহায়াপনা ছড়িয়ে পড়েছে।
তিনি মাগুরার সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ধর্ষণ ও নির্যাতনে নিহত শিশুর জন্য দোয়া মাহফিলে এসব মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বিচারহীনতার কারণে বন্ধ হচ্ছে না। এ জন্য তিনি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠনের পক্ষে কথা বলেন এবং কোরআনের আইন চালু করার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, ধর্ষণের মামলা ৯০ দিনের মধ্যে বিচার করে রায় কার্যকর করতে হবে, যাতে ৯১ দিন পর তা না পৌঁছায়।
এ সময় নিহত শিশুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।
তিনি মাগুরার সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ধর্ষণ ও নির্যাতনে নিহত শিশুর জন্য দোয়া মাহফিলে এসব মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বিচারহীনতার কারণে বন্ধ হচ্ছে না। এ জন্য তিনি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠনের পক্ষে কথা বলেন এবং কোরআনের আইন চালু করার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, ধর্ষণের মামলা ৯০ দিনের মধ্যে বিচার করে রায় কার্যকর করতে হবে, যাতে ৯১ দিন পর তা না পৌঁছায়।
এ সময় নিহত শিশুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।