রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত

আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ০৩:৫৩:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ০৩:৫৩:৪১ অপরাহ্ন
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন। 

তিনি আজ (শনিবার) সকালে গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এই কথা বলেন। গুতেরেস বাংলাদেশি শান্তিরক্ষীদের জাতিসংঘ শান্তি মিশনে গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন এবং তাদের ভূমিকার প্রশংসা করেন।

এছাড়া, গুতেরেস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন। এই উপলক্ষে, জাতিসংঘের সদস্যপদ লাভের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন তিনি এবং জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন।

গুতেরেস পরিদর্শন শেষে, শিল্প, গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইসসহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে গুলশানে ‘ইউএন হাউস ইন বাংলাদেশ’ উদ্বোধন করেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv