
নারীদের জনসম্মুখে হিজাব পরা ও পোশাকবিধি কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইরান সরকার আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। এবার ড্রোন ও বিশেষ অ্যাপের মাধ্যমে নজরদারি চালাচ্ছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো।
শনিবার (১৫ মার্চ) সিএনএন নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘নাজের’ নামের একটি অ্যাপ চালু করেছে ইরান সরকার, যার মাধ্যমে সাধারণ জনগণ নারীদের পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে সরকার ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নজরদারি’ কৌশল প্রয়োগ করছে।
এছাড়া তেহরান ও দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় হিজাব পরিধানের বিষয়টি পর্যবেক্ষণের জন্য ড্রোন ও নিরাপত্তা ক্যামেরার ব্যবহার বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে মাহশা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। দুই বছরের বেশি সময় পার হলেও ইরানে নারীদের পোশাক সংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। জনসমাগমস্থলে হিজাব না পরা নারীদের শনাক্ত করতে প্রধান সড়কগুলোতে নজরদারি ক্যামেরা বসানো হয়েছে।
সরকারের এমন কঠোর অবস্থানের ফলে দেশটির নারী অধিকার নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা আরও বেড়েছে।
শনিবার (১৫ মার্চ) সিএনএন নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘নাজের’ নামের একটি অ্যাপ চালু করেছে ইরান সরকার, যার মাধ্যমে সাধারণ জনগণ নারীদের পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে সরকার ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নজরদারি’ কৌশল প্রয়োগ করছে।
এছাড়া তেহরান ও দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় হিজাব পরিধানের বিষয়টি পর্যবেক্ষণের জন্য ড্রোন ও নিরাপত্তা ক্যামেরার ব্যবহার বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে মাহশা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। দুই বছরের বেশি সময় পার হলেও ইরানে নারীদের পোশাক সংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। জনসমাগমস্থলে হিজাব না পরা নারীদের শনাক্ত করতে প্রধান সড়কগুলোতে নজরদারি ক্যামেরা বসানো হয়েছে।
সরকারের এমন কঠোর অবস্থানের ফলে দেশটির নারী অধিকার নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা আরও বেড়েছে।