ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দিলো জনতা

আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০৩:১৪:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০৩:১৪:১২ অপরাহ্ন
লালমনিরহাটের আদিতমারীতে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে শাহিন ইসলাম (২৯) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তিনি আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ গ্রামের শওকত আলীর ছেলে এবং পেশায় ফেরিওয়ালা।

শনিবার (১৫ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একা পেয়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ওই নারীকে বিভিন্ন জিনিসপত্র দেখিয়ে ফুসলিয়ে ধর্ষণ করে শাহীন। পালানোর সময় ওই নারীর ছোট ভাই তাকে দেখে ফেললে শাহিনকে ধরে ফেলেন। এরপর ছোট ভাই চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে আটক করে এবং গণপিটুনি দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে শাহিনকে হেফাজতে নেয়।

রাতে ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে আদিতমারী থানায় মামলা করলে পুলিশ শাহিনকে গ্রেপ্তার করে রোববার (১৬ মার্চ) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

আদিতমারী থানার ওসি আলী আকবর জানান, শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগী নারীকে মেডিকেল টেস্টের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv