উত্তর মেসিডোনিয়ায় নাইটক্লাবে আগুন, ৫১ জনের মৃত্যু

আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০৩:৩৩:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০৩:৩৩:২৭ অপরাহ্ন
ইউরোপের উত্তর মেসিডোনিয়ায় একটি নাইটক্লাবে আগুনে ৫১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

রোববার ভোরে রাজধানী স্কোপজে থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত কোচানির পালস ক্লাবে আগুন লাগার ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনটি আগুনে পুরোপুরি পুড়ে গেছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, দেশটির জনপ্রিয় হিপ-হপ জুটি এডিএন-এর পরিবেশনার সময় স্থানীয় সময় ভোর ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ওই কনসার্টে এক হাজার ৫০০-র বেশি মানুষ উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, আতশবাজি যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv