উত্তর কোরিয়া তাদের ফুটবল ইতিহাসে আরও একটি মাইলফলক স্থাপন করলো, এবার ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের শিরোপা জিতে।
ফাইনালে স্পেনের সঙ্গে ১-১ গোলে নির্ধারিত সময়ে খেলা শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় লাভ করে তারা। এই জয়ের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতল উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়া নারীদের বয়সভিত্তিক ফুটবলে বরাবরই একটি শক্তিশালী দল হিসেবে পরিচিত।
মাত্র ৪২ দিন আগে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপাও জিতেছিল তারা, যেখানে তারা জাপানকে হারিয়েছিল। এই জয় তাদের ফুটবল ইতিহাসে অন্যতম সফল দেশের তালিকায় জায়গা করে দিয়েছে, জার্মানি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে।
ফাইনালে গোলরক্ষক পার্ক জু গোং-এর অসাধারণ পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য, যিনি নির্ধারিত সময়ে এবং টাইব্রেকারে গুরুত্বপূর্ণ সেভ করেছেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে স্পেন প্রথমে লিড নিলেও উত্তর কোরিয়া দ্রুতই সমতা ফেরায়।
শেষ পর্যন্ত টাইব্রেকারে স্পেনকে হারিয়ে তারা শিরোপা নিশ্চিত করে।
এটি উত্তর কোরিয়ার নারীদের ফুটবলে ধারাবাহিক সাফল্যের আরেকটি উদাহরণ।