বাংলাদেশের মানুষের স্বার্থে জাতীয় সংলাপ করতে প্রস্তুত জাতিসংঘ

আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০৫:৩৭:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০৫:৩৭:১৬ অপরাহ্ন
বাংলাদেশের মানুষের স্বার্থে সার্বিক পরিস্থিতি উত্তরণে জাতীয় সংলাপ করতে প্রস্তুত জাতিসংঘ। শনিবার (১৫ মার্চ) বিকেল ৫টায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য এখনও যা করেছে তা প্রশংসনীয়। তাদের দেশে ফেরাতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে জাতিসংঘ। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের বিষয়েও আলোচনা করেন গুতেরেস।


এদিন বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিমের সঙ্গে বৈঠক শেষে গুলশানে জাতিসংঘের নতুন ভবন পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। এর আগে তিনি শিল্প, গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে যৌথভাবে গুলশানে ‘ইউএন হাউস ইন বাংলাদেশ’ এর উদ্বোধন করেন।


জাতিসংঘের নতুন ভবনের উদ্বোধনকালে অন্যদের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস উপস্থিত ছিলেন।

 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv