মস্কো-কিয়েভ যুদ্ধবিরতির বিষয়ে শিগগিরই কথা বলবেন ট্রাম্প-পুতিন

আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ১১:১৪:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ১১:১৪:৪৯ পূর্বাহ্ন
চলতি সপ্তাহেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে দেশ দুটির প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১৬ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন মধ্যস্থতাকারী মার্কিন কর্মকর্তা স্টিভ উইটকফ।

তিনি জানান, ভ্লাদিমির পুতিন ও ভোলোদিমির জেলেনস্কির দাবি-দাওয়া শুনে শান্তিচুক্তির খসড়া প্রস্তুত করবে যুক্তরাষ্ট্র। রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

স্টিভ উইটকফ বলেন, "আমার মনে হয়, এই সপ্তাহে দুই প্রেসিডেন্টের মধ্যে ভালো ও ইতিবাচক আলোচনা হবে।"

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় রাজি হয়েছে ইউক্রেন। এ বিষয়ে গত বৃহস্পতিবার পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন উইটকফ, যা তিন থেকে চার ঘণ্টা স্থায়ী ছিল। বৈঠককে "ইতিবাচক" বলে মন্তব্য করেছেন তিনি।

তবে সম্ভাব্য শান্তিচুক্তিতে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের ভূখণ্ডের ভবিষ্যৎ কী হবে— সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। বর্তমানে ইউক্রেনের এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে।

এদিকে, শুক্রবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেছেন, "এই ভয়াবহ, রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।"

রাশিয়া যুদ্ধবিরতির শর্ত হিসেবে কিছু দাবি তুলেছে, যা পূরণ হলে স্থায়ী শান্তিচুক্তির বিষয়ে আলোচনা হবে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv