ধর্ষণ নিয়ে বক্তব্য: সমালোচনার মুখে দুঃখ প্রকাশ ডিএম‌পি কমিশনারের

আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ১২:০৬:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ১২:০৬:৫৬ অপরাহ্ন
‘ধর্ষণ’ শব্দ এড়িয়ে চলার পরামর্শ দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (১৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি দুঃখ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার বলেন, নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনঃক্ষুণ্ন হলে আমি দুঃখ প্রকাশ করছি।

এর আগে, শনিবার গণমাধ্যমের প্রতি ‘ধর্ষণ’ শব্দটি এড়িয়ে চলার অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ‘হেল্প’ অ্যাপ উদ্বোধনের অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি দুইটি শব্দ খুব অপছন্দ করি, এর মধ্যে একটি হলো ধর্ষণ। আপনাদের কাছে অনুরোধ, এটা ব্যবহার করবেন না। আপনারা ‘নারী নির্যাতন’ বা ‘নিপীড়ন’ বলবেন।’

তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। পুলিশের মতো দায়িত্বশীল প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

এদিকে, ডিএমপি কমিশনারের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ধর্ষণ ধর্ষণই, তা ৮ বছর বয়সী শিশু বা ৮০ বছর বয়সী বৃদ্ধার ক্ষেত্রেই হোক না কেন। এই জঘন্য অপরাধকে যথাযথ নামেই ডাকা উচিত।’

বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv