দেশে এসে পৌঁছেছেন হামজা চৌধুরী

আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০১:০৮:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০১:০৮:১৬ অপরাহ্ন
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান হয়েছে। বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে এসে পৌঁছেছেন।

সোমবার (১৭ মার্চ) বেলা পৌনে ১২টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

গতকাল বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ম্যানচেস্টার থেকে সিলেটগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হন হামজা।

হামজাকে অভ্যর্থনা জানাতে সিলেট বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাতজন নির্বাহী সদস্য।

গতকাল চার সদস্য (শাহীন, হিল্টন, গাউস ও ইকবাল) পৌঁছানোর পর আজ আরও তিনজন (রুপু, সবুজ ও মঞ্জু) যোগ দিয়েছেন। বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করার পর বাফুফে কর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন। সঙ্গে ছিলেন হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী।

হামজাকে এক নজর দেখার জন্য সিলেট এয়ারপোর্টের বাইরে ভিড় জমিয়েছেন ভক্তরা। অনেকে ব্যানার হাতে দাঁড়িয়ে আছেন, কেউবা শুধু এক ঝলক দেখার অপেক্ষায়। গণমাধ্যমকর্মীরাও হামজার আগমনের খবর সংগ্রহে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

সিলেট বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে নিজ বাড়িতে যাবেন হামজা। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। তার আগমনে হবিগঞ্জে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

আগামীকাল (১৮ মার্চ) ঢাকায় আসতে পারেন হামজা। এরপর বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।

২৫ মার্চ ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ দলের হয়ে অভিষেক হবে এই মিডফিল্ডারের।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv