প্রায় ৭০০ কোটি রুপি প্রয়োজন রাকেশ ও হৃতিকের!

আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০২:০৯:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০২:০৯:১৮ অপরাহ্ন
বলিউডের জনপ্রিয় নির্মাতা রাকেশ রোশন ও তার ছেলে হৃতিক রোশন এখন অর্থ সংকটের মুখোমুখি। তাদের পরবর্তী সিনেমা ‘কৃশ ৪’ নির্মাণ নিয়ে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন এই দুই সেলিব্রেটি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, 'কৃশ ৪' সিনেমার বাজেট প্রায় ৭০০ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। বিশাল এই বাজেট দেখে অনেক প্রযোজকই পিছু হটেছেন, কারণ সিনেমার বাণিজ্যিক সাফল্য নিয়ে সন্দেহ রয়েছে। এছাড়া সিনেমার কাহিনির জন্য যে উন্নত প্রযুক্তির প্রয়োজন তা বলিউডে তেমনভাবে নেই, তাই নির্মাণের জন্য প্রযোজকদের আগ্রহ কমেছে।

প্রযোজকদের আশ্বস্ত করতে রাকেশ রোশন বলেছেন, তিনি সিনেমার নির্মাণের দায়িত্ব তরুণ নির্মাতাদের হাতে তুলে দেবেন। কিছু সময় আগে, ১০০ কোটি ক্লাবের পরিচালক সিদ্ধার্থ আনন্দের নাম আসে, তবে তিনি ‘কৃশ ৪’ নির্মাণ করতে সম্মত হননি।

এদিকে, দীর্ঘ ১২ বছর পর ‘কৃশ ৩’ সিক্যুয়েলের পর ‘কৃশ ৪’ আসছে। তবে অনেকেই মনে করছেন, সিনেমাটি পূর্বের সাফল্য ধরে রাখতে পারবে কিনা, তা নিয়ে কিছুটা সংশয় রয়ে গেছে। তবে রাকেশ রোশন দৃঢ় প্রতিজ্ঞ, তিনি জানিয়েছেন, পরিস্থিতি যতোই কঠিন হোক না কেন, ‘কৃশ ৪’ নির্মাণ হবেই।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv