জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০২:৩৬:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০২:৩৬:২০ অপরাহ্ন
চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলায় দলের নানা কর্মকাণ্ডের প্রতি ঘৃণা ও ধিক্কার জানিয়ে জাতীয় পার্টি থেকে গণহারে পদত্যাগ করেছেন শতাধিক নেতাকর্মী।এ সময় জাতির কাছে ক্ষমাও চান তারা।আজ সোমবার বেলা ১১টায় মতলব কমিটিউনিটি সেন্টারে সাংবাদিক সম্মেলন করে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিনের নেতৃত্বে উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি ও দলের সব কর্মকাণ্ড থেকে পদত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন বলেন, ‘বিগত বছরগুলোতে জাতীয় পার্টি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অংশীদার ছিল। যেহেতু জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারের আমলে গুম, রাহাজানি ও হত্যার সঙ্গে জড়িত নয়। তারপরও জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারের সমর্থন দিয়ে যাচ্ছিল। তাই আমরা ওই সময়ে আমাদের কোনো কর্মকাণ্ডে ভুল থাকলে আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমি ও আমার উপজেলা এবং পৌর কমিটির সব সহযোদ্ধাদের নিয়ে গণহারে পদত্যাগ করছি। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সক্রিয় ভূমিকা পালন করব।’ এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার ঘোষণা দেন পদত্যাগকারী নেতারা। 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- পৌর জাতীয় পার্টির সভাপতি মহসিন সরকার, নায়েরগাঁও উত্তর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সার্জেন্ট আব্দুল কাদের, উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি শাহানা বেগম, পৌর মহিলা জাতীয় পার্টির সভাপতি কাজল রেখা, উপজেলা যুব সংহতির সভাপতি বাবুল ফরাজি প্রমুখ। 

এ সময় উপজেলা, পৌর কমিটির বিভিন্ন পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেন। 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv