স্পেনে রাজাকে কাদা ছুড়ে তিরস্কার, কেঁদে ফেললেন রানী

আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০১:১৫:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০১:১৫:৪৯ অপরাহ্ন
স্পেনে নজিরবিহীন বন্যার ক্ষয়ক্ষতি নিজ চোখে দেখতে গিয়েছিলেন রাজা ৬ষ্ঠ ফিলিপ ও রানি লেতিজিয়া। তবে দুর্গত এলাকায় গিয়ে সাক্ষী হলেন ভয়াবহ অভিজ্ঞতার। রাজ-যুগলকে দেখে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। খুনির তকমাও লাগে রাজা ফিলিপের গায়ে।বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভেলেন্সিয়া ও পাইপরতো দুই শহরেই বাসিন্দাদের ক্রোধের শিকার হন তারা। বিক্ষুব্ধ জনতার অভিযোগ, সতর্কবার্তায় দেরি এবং উদ্ধার কাজে ধীরগতির কারণে বেড়েছে প্রাণহানি। অভিযোগ করেন, রাজা-রানী বা গুরুত্বপূর্ণ কেউ না এলে গণমাধ্যমের নজরেও আসে না তাদের দুর্দশা।

ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এমনকি এক পর্যায়ে রাজা ফিলিপকে লক্ষ্য করে কাদা ছোড়েন বিক্ষুব্ধরা। অবশ্য বেকায়দা পরিস্থিতিতে পুরো সময় চুপচাপ ছিলেন রাজা। ধৈর্য্যের পরীক্ষা দিয়েছেন রানীও। তবে জনগণের তোপের মুখে একপর্যায়ে কেঁদে ফেলেন লেতিজিয়া।
হট্টগোলের মধ্যেও বন্যার্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন রাজা ফিলিপ। পরবর্তীতে নিরাপত্তা কর্মীরা দ্রুত সরিয়ে নেন রাজা-রানীকে।

স্পেনে নজিরবিহীন বন্যার ৫ দিন পরও পানি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। গেলো সপ্তাহে দেশটিতে স্মরণকালের ভয়াবহতম বন্যায় প্রান হারিয়েছে ২ শতাধিক মানুষ।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv