বিজয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার পর রহস্যময় পোস্ট তামান্নার

আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০২:১৮:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০২:১৮:০০ অপরাহ্ন
দুই বছর ধরে সম্পর্কে ছিলেন বলিউড তারকা বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া। তবে ইতোমধ্যে সম্পর্কের ইতি টেনেছেন এ জুটি। গুঞ্জন উঠেছে, বিয়ে করতে চাইছিলেন তামান্না। তাতেই নাকি বেঁকে বসেন বিজয়, ভেঙে যায় প্রেমের সম্পর্ক। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, যদিও বিচ্ছেদ নিয়ে এখনো প্রকাশ্যে মুখ খোলেননি দুজনের কেউই। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা নাকি তাদের এক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি রবীনা ট্যান্ডনের বাড়িতে দোলের অনুষ্ঠানে দেখা যায় বিজয়-তামান্নাকে। যদিও যাওয়া-আসা পৃথক ভাবেই করেন তারা। তারপরই কি ফের আশার আলো দেখছেন তামান্না?

দোলের অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই ফের শিরোনামে এ অভিনেত্রী। উপলক্ষ্য, রবীনার মেয়ে রাশার জন্মদিনের পার্টি। অভিনেত্রীর পরনে ছিল কালো রঙের চাপা পোশাক। তার ওপরে চাপিয়ে নিয়েছিলেন সাদা-কালো স্ট্রাইপের জ্যাকেট। 

গলায় পরেছিলেন হিরের হার। তামান্নার এই সাজ দেখেই অনুরাগীদের মনে পড়ে গিয়েছে বিজয়ের কথা। একই রকমের একটি জ্যাকেট পরতে দেখা গিয়েছিল বিজয় বর্মাকেও। সেই জ্যাকেট পরে অভিনেত্রীর সঙ্গে ছবিও তুলেছেন। 


তবে কী কারণে সাবেক প্রেমিকের ব্যবহৃত পোশাক পরছেন তামান্না, সেই প্রসঙ্গে টুঁ শব্দ করেননি অভিনেত্রী। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করে লিখেছেন, ‘চমৎকারের অপেক্ষায় না থেকে বরং চমৎকার করে দেখান।’

এ পোস্ট দেখে নেটিজেনরা মনে করছেন, বিজয়কে নাকি ভুলতে পারছেন না তামান্না। বিচ্ছেদের ক্ষত এখনও রয়েছে তামান্নার মনে। প্রেম ভাঙলেও বিজয়ের সঙ্গে বন্ধুত্ব রাখবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv