
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে দুটি ঘর ও দুটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নিভাতে গিয়ে আব্দুল খালেক (১৮) নামে এক কিশোর দগ্ধ হয়েছে। সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে বাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, দিবাগত রাত ১২টার দিকে আকস্মিকভাবে আগুন দেখে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন স্থানীয়রা। পরে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মোজাফফর আলী জানান, রাতে তারাবি শেষে আমরা সবাই ঘুমিয়ে পড়লে রান্না ঘরে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় দুটি ঘর ও দুটি গরু পড়ে অঙ্গার হয়ে যায়। আরও একটি গরু পুড়ে আহত হওয়ায় কসাইয়ের কাছে সস্তায় বিক্রি করা হয়েছে। এ সময় আমর ছেলে আব্দুল খালেক (১৮) আগুন নেভাতে গিয়ে পুড়ে আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. কাদের কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৩ লাখ টাকা। এ সময় উদ্ধার করা হয়েছে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল। অগ্নিকাণ্ডে দুটি গরু পুড়ে অঙ্গার হয়।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, দিবাগত রাত ১২টার দিকে আকস্মিকভাবে আগুন দেখে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন স্থানীয়রা। পরে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মোজাফফর আলী জানান, রাতে তারাবি শেষে আমরা সবাই ঘুমিয়ে পড়লে রান্না ঘরে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় দুটি ঘর ও দুটি গরু পড়ে অঙ্গার হয়ে যায়। আরও একটি গরু পুড়ে আহত হওয়ায় কসাইয়ের কাছে সস্তায় বিক্রি করা হয়েছে। এ সময় আমর ছেলে আব্দুল খালেক (১৮) আগুন নেভাতে গিয়ে পুড়ে আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. কাদের কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৩ লাখ টাকা। এ সময় উদ্ধার করা হয়েছে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল। অগ্নিকাণ্ডে দুটি গরু পুড়ে অঙ্গার হয়।