
যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বোমা হামলার ঘটনায় বিক্ষোভে ফুঁসছে ইসরায়েলের সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জিম্মিদের জীবন রক্ষায় উদাসীনতার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা।
মঙ্গলবার (১৮ মার্চ) স্থানীয় সময় রাতে রাজধানী তেল আবিবের রাজপথে হাজারো মানুষ জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা জিম্মিদের ছবি হাতে মিছিল নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের সামনে অবস্থান নেন এবং নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন।
বিক্ষোভকারীরা হামাসের সঙ্গে চুক্তি করে যেকোনো মূল্যে বন্দি ইসরায়েলিদের ফিরিয়ে আনার আহ্বান জানান।
গত ১৯ জানুয়ারি গাজায় প্রথম ধাপে ৪২ দিনের যুদ্ধবিরতি শুরু হয়। সেই সময় ২৫ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয় এবং আটজনের মরদেহ হস্তান্তর করা হয়।
এ বিনিময়ে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল। তবে এখনও হামাসের কাছে ৫৯ জন ইসরায়েলি বন্দি রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮ মার্চ) স্থানীয় সময় রাতে রাজধানী তেল আবিবের রাজপথে হাজারো মানুষ জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা জিম্মিদের ছবি হাতে মিছিল নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের সামনে অবস্থান নেন এবং নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন।
বিক্ষোভকারীরা হামাসের সঙ্গে চুক্তি করে যেকোনো মূল্যে বন্দি ইসরায়েলিদের ফিরিয়ে আনার আহ্বান জানান।
গত ১৯ জানুয়ারি গাজায় প্রথম ধাপে ৪২ দিনের যুদ্ধবিরতি শুরু হয়। সেই সময় ২৫ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয় এবং আটজনের মরদেহ হস্তান্তর করা হয়।
এ বিনিময়ে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল। তবে এখনও হামাসের কাছে ৫৯ জন ইসরায়েলি বন্দি রয়েছে বলে জানা গেছে।