
ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী পদে ফিরলেন উগ্র জাতীয়তাবাদী ধর্মীয় নেতা ইতামার বেন গভির। গাজায় ফের হামলা শুরু হওয়ার পর বুধবার (১৯ মার্চ) ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।২০১৯ সাল থেকে কট্টর ডানপন্থি দল ওজমা ইয়েহুদিত (ইহুদি শক্তি) নেতা বেন গভির ২০২২ সালে জাতীয় নিরাপত্তামন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভায় যোগ দেন। গত জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি।
ওই যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস ও ইসরাইলের বেশকিছু বন্দি বিনিময় হয়। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার মধ্যেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মঙ্গলবার (১৮ মার্চ) গাজায় ফের হামলা শুরু করে ইসরাইল।
এতে এখন পর্যন্ত ৪০০ জনের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশ ফিলিস্তিনি। প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুমকি দিয়েছেন, হামাস ইসরাইলি বন্দিদের মুক্তি না দেয়া পর্যন্ত নিরবচ্ছিন্ন সামরিক অভিযান অব্যাহত থাকবে।
গাজায় ফের হত্যাযজ্ঞ শুরু হওয়ার পরই বেন গভিরকে ফের নেতানিয়াহুর মন্ত্রিসভায় ফেরানো হলো। ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘সরকার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তামন্ত্রীর পদে ইতামার বেন গভিরকে পুনঃনিয়োগের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে।’
এদিকে গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার দিবাগত রাতভর হামলায় কমপক্ষে ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে হতাহতের তালিকা আরও দীর্ঘ হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৪৮ হাজার ৫৭৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১২ হাজার ৪১ জন আহত হয়েছেন। এছাড়া আরও ১৩ হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে।
ওই যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস ও ইসরাইলের বেশকিছু বন্দি বিনিময় হয়। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার মধ্যেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মঙ্গলবার (১৮ মার্চ) গাজায় ফের হামলা শুরু করে ইসরাইল।
এতে এখন পর্যন্ত ৪০০ জনের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশ ফিলিস্তিনি। প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুমকি দিয়েছেন, হামাস ইসরাইলি বন্দিদের মুক্তি না দেয়া পর্যন্ত নিরবচ্ছিন্ন সামরিক অভিযান অব্যাহত থাকবে।
গাজায় ফের হত্যাযজ্ঞ শুরু হওয়ার পরই বেন গভিরকে ফের নেতানিয়াহুর মন্ত্রিসভায় ফেরানো হলো। ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘সরকার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তামন্ত্রীর পদে ইতামার বেন গভিরকে পুনঃনিয়োগের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে।’
এদিকে গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার দিবাগত রাতভর হামলায় কমপক্ষে ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে হতাহতের তালিকা আরও দীর্ঘ হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৪৮ হাজার ৫৭৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১২ হাজার ৪১ জন আহত হয়েছেন। এছাড়া আরও ১৩ হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে।