উঠানে বের হতেই শিশুটিকে জঙ্গলে নিয়ে যায় শেয়াল

আপলোড সময় : ২০-০৩-২০২৫ ১০:০১:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৫ ১০:০১:১৯ পূর্বাহ্ন
উঠানে বের হতেই শিশুটিকে জঙ্গলে নিয়ে যায় শেয়াল, পাওয়া গেল রক্তাক্ত মরদেহ। কিশোরগঞ্জে শেয়ালের কামড়ে আরাফ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 
স্বজনরা জানান, ওই গ্রামের মো. লিংকন মিয়ার ১৯ মাস বয়সী একমাত্র শিশু সন্তান আরাফ বাবা-মায়ের সাথে ইফতার করে। এর একটু পরই শিশুটি ঘর থেকে বের হয়ে উঠানে আসলে একটি পাগলা শেয়াল তার গলায় কামড় দিয়ে জঙ্গলে নিয়ে যায়।

 
শিশুটির স্বজনরা তাকে উঠানে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন। কিছুক্ষণ পর বাড়ির পাশে একটি জঙ্গল থেকে শিশুটির ক্ষত-বিক্ষত মরদেহ পান তারা। এ ঘটনায় শিশুটির পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv