অবশেষে পরীক্ষায় পাশ করলেন সাকিব আল হাসান

আপলোড সময় : ২০-০৩-২০২৫ ১১:১৯:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৫ ১১:১৯:৪৫ পূর্বাহ্ন
তৃতীয়বারের পরীক্ষায় সফল হলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় তার বোলিং অ্যাকশন বৈধ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে যে কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করতে পারবেন বাংলাদেশি অলরাউন্ডার।

গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে খেলার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। ইসিবি (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) সাকিবের বোলিং নিষিদ্ধ করে। এরপর তিনি তিন দফা পরীক্ষায় অংশ নেন।

প্রথমবার লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা দিয়ে অকৃতকার্য হন সাকিব। দ্বিতীয়বার ভারতের চেন্নাইয়ের ল্যাবে পরীক্ষায়ও ব্যর্থ হন। তবে সর্বশেষ ৯ মার্চ লাফবোরোতে দেওয়া পরীক্ষায় তিনি সফল হয়েছেন। গতকাল (বুধবার) তার রিপোর্ট প্রকাশ করা হয়, যেখানে তার বোলিং অ্যাকশনকে বৈধ ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ পরীক্ষায় সাকিব ২২টি ডেলিভারি দেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত ছিল। সামান্য কিছু সমস্যা থাকলেও লাফবোরোর বিশেষজ্ঞরা সেগুলো গুরুতর মনে করেননি।

বোলিং পরীক্ষার জন্য সাকিব ২৭ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডে ছিলেন। তিনি লন্ডনের কেনিংটন ওভালের কাছে এক হোটেলে অবস্থান করে প্রায় দুই সপ্তাহ সারের সঙ্গে অনুশীলন করেছেন। সারে দল তার বোলিং সমস্যার সমাধানে সর্বোচ্চ সহায়তা দিয়েছে।

এই সাফল্যের ফলে সাকিবের ওপর আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না। এখন তিনি আন্তর্জাতিক ক্রিকেটসহ যেকোনো লিগে বোলিং করতে পারবেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv