ঘুষ লেনদেনের মামলা থেকে খালাস তারেক রহমান

আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০১:০৪:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০১:০৪:৫৩ অপরাহ্ন
বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির সোবহান হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দিতে ২১ কোটি টাকা ঘুষ লেনদেনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার বিশেষ জজ-৩ আদালতের বিচারক মো. আবু তাহের এই রায় ঘোষণা করেন।

খালাস পাওয়া অন্য আসামিরা হলেন— তারেক রহমানের তৎকালীন এপিএস মিয়া নুর উদ্দিন অপু, ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার ছেলে সাফিয়াত সোবাহান সানভীর, বসুন্ধরা গ্রুপের পরিচালক সাদাত সোবহান ও ব্যবসায়ী আবু সুফিয়ান।

২০০৭ সালের ৪ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করে। অভিযোগ ছিল, বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির সোবহান হত্যা মামলার আসামি সানভীরকে দায়মুক্তি দেওয়ার জন্য ২১ কোটি টাকা ঘুষ লেনদেন করা হয়েছিল।

পরের বছর, ২০০৮ সালের ২৪ এপ্রিল দুদক মামলার তদন্ত শেষে তারেক রহমান, বাবরসহ আটজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। ওই বছরের ১৪ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার রায়ে আদালত সব আসামিকে খালাস দেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv