জনগণের মালিকানা ফেরাতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি: আমীর খসরু

আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০১:২০:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০১:৪৫:৪৩ অপরাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, "জনগণের মালিকানা ফিরিয়ে দিতে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়।" আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, "ডিসেম্বরের পরে ১১তম জাতীয় সংসদ নির্বাচন করার বা যাওয়ার সুযোগ নেই, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়।" তার মতে, আগামী নির্বাচনে গণতন্ত্রে বিশ্বাসী সব পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এছাড়া, বিএনপি নেতা আরও জানান যে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে তারা আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। এর আগেও বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv