ভারতের উদ্দেশে হামজাদের যাত্রা

আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০২:০৮:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০২:০৮:৪০ অপরাহ্ন
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারতের উদ্দেশে যাত্রা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দলকে বহনকারী বিমানটি কলকাতার উদ্দেশে রওনা হয়েছে, এরপর সেখানে পৌঁছানোর পর শিলংয়ে গিয়ে ম্যাচের জন্য প্রস্তুতি নেবে হ্যাভিয়ের ক্যাবরেরা কোচিংয়ে থাকা দলটি।

বাংলাদেশ দলের বিমান সকাল সাড়ে ৭টার মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কলকাতায় পৌঁছানোর পর দলের সদস্যরা শিলংয়ে পৌঁছাবেন, যেখানে আগামী ২৫ মার্চ ভারতীয় ফুটবল দলের বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে।

এদিকে, বাংলাদেশ দলের রক্ষণভাগের তারকা তপু বর্মণ জানিয়েছেন, প্রথম দিনের অনুশীলনেই হামজা চৌধুরী দলের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছেন। তিনি আরও বলেন, "ভারতে অন্তত তিনটি অনুশীলন সেশন পাবেন ফুটবলাররা, যা হামজা চৌধুরী এবং দলের অন্যান্য সদস্যদের আরও ভালোভাবে একে অপরের সঙ্গে মানিয়ে নিতে সহায়ক হবে।"

আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হতে চলেছে সাবেক লেস্টার সিটি ফুটবলার হামজা চৌধুরীর।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv