চলে গেলেন অভিনেত্রী হেলেনা লুক। তিনি অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী। রবিবার আমেরিকাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জনপ্রিয় নৃত্যশিল্পী তথা অভিনেত্রী কল্পনা আইয়ার প্রথম সোশ্যাল মিডিয়ায় এই খবর সামনে আনেন। ১৯৮৫ সালে অমিতাভ বচ্চনের বিপরীতে ‘মর্দ’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তখন সিনেপাড়ায় মিঠুন চক্রবর্তীর রাজ। তাঁকে ভালবেসে বিয়ে করেছিলেন হেলেনা। তবে সেই সংসার বেশিদিনের জন্য স্থায়ী হয়নি। মাত্র চার মাসের মাথায় ভেঙে গিয়েছিল তাঁদের বৈবাহিক সম্পর্ক।এই বিয়ে প্রসঙ্গে একবার এক সাক্ষাৎকারে হেলেনা লুক বলেছিলেন, “এটা যদি না ঘটত ভাল হতো। ও আমায় বুঝিয়েছিল, যাতে আমি বিশ্বাস করি, ওই সেই মানুষ, যাঁর সঙ্গে সংসার করা যায়। দুর্ভাগ্যবশত ও সফল হয়ে যায়।” পাশাপাশি তিনি এই বলেছিলেন, “আমি কোনওদিন ও কাছে ফিরব না। ও সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেলেও না। আমি কখনই খোরপোষ দাবি করিনি। এটা আমার কাছে দুঃস্বপ্নের মতো। সেটা কেটে গিয়েছে। ও আমার বাবাকে কথা দিয়েছিল, আমায় পৃথিবীর নবম আশ্চর্যের মতো আগলে রাখবে, পরবর্তীতে আমি বুঝেছিলাম যে ও নিজেকে ছাড়া আর কাউকেই ভালবাসে না।
”প্রসঙ্গত হেলেনা শনিবারই সোশ্যাল মিডিয়ায় শেষ পোস্ট করেছিলেন। যেখানে লেখাছিল, “অদ্ভুত লাগছে। মিশ্র প্রতিক্রিয়া এবং অস্থির।” যদিও এই বিষয় এখন কোনও প্রতিক্রিয়া দেননি মিঠুন চক্রবর্তী।
”প্রসঙ্গত হেলেনা শনিবারই সোশ্যাল মিডিয়ায় শেষ পোস্ট করেছিলেন। যেখানে লেখাছিল, “অদ্ভুত লাগছে। মিশ্র প্রতিক্রিয়া এবং অস্থির।” যদিও এই বিষয় এখন কোনও প্রতিক্রিয়া দেননি মিঠুন চক্রবর্তী।