ইসরায়েলের নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০১:২৪:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০১:২৪:০৭ অপরাহ্ন
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়েছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য এবার ইসরাইলের নিরাপত্তাপ্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারের বরখাস্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় ইসরাইলের মন্ত্রিসভার বৈঠক হয়। 

 
ওই বৈঠকে নেতানিয়াহুর মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে বারকে বরখাস্তের পক্ষে মত দেয়। সিদ্ধান্ত অনুযায়ী, বারের দায়িত্বের শেষ দিন হবে আগামী ১০ এপ্রিল। খবর বিবিসি’র।
 


২০২১ সালের অক্টোবরে শিন বেতের প্রধান হিসেবে পাঁচ বছর মেয়াদে রোনেন বারকে নিযুক্ত করা হয়েছিল। 
 


এর আগে, নেতানিয়াহু গত রোববার এক ভিডিও বার্তায় বারকে বরখাস্ত করার বিষয়ে তার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। তখন বারের সঙ্গে তার চলমান অবিশ্বাসের কথাও উল্লেখ করেছিলেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে এই অবিশ্বাস আরও বেড়েছে বলেও জানান নেতানিয়াহু।
 
উল্লেখ্য, ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার কারণে সংস্থাটির কার্যক্রমসহ সদস্যপদের তথ্য রাষ্ট্রীয়ভাবে গোপন রাখা হয়।
 

এদিকে, রোনেন বার তার পদচ্যুতির ঘটনাকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে বর্ণনা করেছেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv