পুতিনকে অপ্রয়োজনীয় দাবি বন্ধ করতে হবে: জেলেনস্কি

আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০৩:৫৮:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০৩:৫৮:৩৪ অপরাহ্ন
যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘অপ্রয়োজনীয় দাবি’ পেশ করা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, পুতিনকে অবশ্যই যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য অপ্রয়োজনীয় দাবি করা বন্ধ করতে হবে এবং বিশ্বকে তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করতে হবে। পুতিনের উপর চাপ বজায় রাখতে বিশ্বনেতাদের প্রতি আহবানও জানিয়েছেন তিনি। 


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর বৃহস্পতিবার  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের বৈঠক করার পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। 

জেলেনস্কি বলেন, এই মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যেসব কথা বলছেন, যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন, কয়েক ঘণ্টা পরেই সেসবের আর কোন অর্থ থাকে না। তাই, আংশিক যুদ্ধবিরতি নিয়ে ক্রেমলিন যাতে সব শর্ত পূরণ করে সেজন্য পুতিনের ওপর বিশ্বনেতাদের চাপ অব্যাহত রাখতে হবে। 

পুতিনের উপর চাপ অব্যাহত রাখার বিষয়ে কিয়েভের নেতা আরও বলেন, যতক্ষণ না রাশিয়া আমাদের ভূমি থেকে সরে যেতে শুরু করে এবং তার আগ্রাসনের ফলে সৃষ্ট ক্ষতির সম্পূর্ণ ক্ষতিপূরণ না দেয় ততক্ষণ পর্যন্ত মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল থাকতে হবে।

ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাইয়া কালাস এরইমধ্যে বলেছেন, ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার দেওয়া শর্তগুলো প্রমাণ করে যে মস্কো প্রকৃতপক্ষে শান্তি চায় না। তার এই বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের বিপরীত, যিনি আলোচনার বিষয়ে আশাবাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি বারবার বলেছেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি চুক্তি করতে প্রস্তুত।


এদিকে রাতভর হামলায় ইউক্রেনে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। অন্যদিকে, ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়ার সারাতোভ অঞ্চলের একটি বিমানঘাঁটিতে আগুন লেগেছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যতই বলুক না কেন, হামলা বন্ধ হচ্ছে না।  ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জরুরি পরিষেবা কর্মীদের অক্লান্ত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। প্রতিটি হামলার মাধ্যমে রাশিয়া বিশ্বকে দেখিয়ে দিচ্ছে, শান্তি নিয়ে তাদের আসল মানসিকতা কী।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv