ঢাকা উত্তরসহ ৪ মহানগর ও ৬ জেলার বিএনপির কমিটি ঘোষণা

আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০৪:৪৪:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০৪:৪৪:৪৯ অপরাহ্ন
জেলা ও মহানগর পর্যায়ে দশ সাংগঠনিক শাখার কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

সোমবার (৪ নভেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই কমিটি প্রকাশ করা হয়।

বিএনপির নতুন ঘোষিত কমিটিগুলো অন্তর্ভুক্ত রয়েছে: ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগর আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলায় আহ্বায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলায় আহ্বায়ক কমিটি, কুষ্টিয়া জেলায় আহ্বায়ক কমিটি এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা ও শেরপুর জেলার আংশিক আহ্বায়ক কমিটি।

ঢাকা মহানগর উত্তরের নতুন আংশিক আহ্বায়ক কমিটিতে আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। 

চট্টগ্রাম মহানগর বিএনপির জন্য গত ৭ জুলাই দুই সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল, যেখানে এরশাদ উল্লাহকে আহ্বায়ক এবং নাজিমুর রহমানকে সদস্য সচিব করা হয়। আজ সেটি পূর্ণাঙ্গ করা হয়েছে।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে মনিরুজ্জামান খান ফারুক ও মো. জিয়াউদ্দিন সিকদার জিয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। 

সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে রেজাউল হাসান কয়েছ লোদীকে ভারপ্রাপ্ত সভাপতি ও ইমদাদ হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv