ছোট ছেলে বীরকে নিয়ে আবেগঘন বার্তা শাকিবের

আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০২:০০:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০২:০০:৫২ অপরাহ্ন
ঢালিউড সুপারস্টার শাকিব খান শত ব্যস্ততার মাঝেও সন্তানদের বিশেষ দিন নিয়ে আলাদা পরিকল্পনা করেন। গতকাল শুক্রবার (২১ মার্চ) ছিল তার ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন। বিশেষ এই দিনে ছেলের জন্য আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

শাকিব-বুবলীর সন্তান বীর এবার পাঁচ বছরে পা দিল। যদিও বুবলীর সঙ্গে তার সম্পর্ক অতীত, তবে সন্তানদের বিষয়ে বরাবরই দায়িত্বশীল শাকিব।

শুক্রবার দুপুরে বীরের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করে শাকিব লিখেছেন, "শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার। বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও। মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে। মনে রেখো, যখনই তোমার আমাকে প্রয়োজন হবে, আমি সবসময় তোমার পাশে আছি, ভালোবাসি!"

শাকিব খানের এই পোস্টে তার অসংখ্য ভক্ত-অনুরাগীরা বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় শাকিব-বুবলীর সন্তান বীরের। এর আগে ২০১৮ সালের ২০ জুলাই গোপনে বিয়ে করেন শাকিব খান ও শবনম বুবলী। তবে বর্তমানে তারা আলাদা পথ বেছে নিয়েছেন।
 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv