এভারেস্টের পর এবার আরেক পর্বতশৃঙ্গে বাংলাদেশের পতাকা উড়াতে যাচ্ছেন বাবর

আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০৩:৩৫:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০৩:৩৫:২৬ অপরাহ্ন
বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী এবার বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ অন্নপূর্ণা-১ এ অভিযানে যাচ্ছেন। মাউন্ট এভারেস্ট ও লোৎসে আরোহণের পর এই পর্বত শৃঙ্গ জয় করতে যাচ্ছেন তিনি। ২৬,৫৪৫ ফুট উচ্চতার অন্নপূর্ণা-১ শৃঙ্গটি নেপালের গন্ডকী প্রদেশে অবস্থিত এবং এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বত হিসেবে পরিচিত।

বাবর আলী বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে অন্নপূর্ণা-১ এ ওঠার জন্য অভিযানে যাচ্ছেন। ২০২৪ সালে মাউন্ট এভারেস্ট ও লোৎসে একসঙ্গে অভিযান করে বাংলাদেশের ইতিহাসে এক অভিনব কৃতিত্ব অর্জন করেন তিনি। এখন তার লক্ষ্য অন্নপূর্ণা-১ জয় করা, যা হবে তার তৃতীয় আট হাজার মিটার উচ্চতার পর্বত।

শৃঙ্গটির খাড়া ঢাল, তুষারধসের প্রবণতা এবং অনিশ্চিত আবহাওয়ার কারণে এটি পর্বতারোহীদের জন্য চ্যালেঞ্জিং। তবে বাবর আলী দৃঢ় মনোবল নিয়ে এই অভিযানে যাচ্ছেন। ২৪ মার্চ তিনি নেপালের উদ্দেশ্যে রওনা দেবেন এবং কাঠমান্ডু থেকে পোখরা হয়ে তাতোপানি পৌঁছে, কয়েক দিন ট্রেকিংয়ের পর অন্নপূর্ণা নর্থ বেস ক্যাম্পে পৌঁছাবেন। মূল অভিযান সেখানে শুরু হবে, এবং আবহাওয়া অনুকূলে থাকলে এপ্রিলের তৃতীয় সপ্তাহে চূড়ায় আরোহণ হতে পারে।

বাবর আলী তার স্বপ্নের কথা জানিয়ে বলেন, বিশ্বের উঁচু পর্বতে দাঁড়িয়ে দেশের পতাকা হাতে তোলা অনেক পর্বতারোহীর মতো তারও স্বপ্ন। এই অভিযানের মাধ্যমে তিনি সেই স্বপ্ন পূরণের আরও একধাপ এগিয়ে যাবেন। বাবর আলীর সাহসী অভিযান বাংলাদেশের পর্বতারোহীদের জন্য বড় একটি প্রেরণা হিসেবে কাজ করবে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com