পাকিস্তানের জয় কাড়লেন কামিন্স

আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০৫:১৭:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০৫:১৭:২০ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও পাকিস্তান দল দীর্ঘ বিরতির পর ওয়ানডেতে ফিরেছেন মেলবোর্নে অনুষ্ঠিত এক উত্তেজনাপূর্ণ ম্যাচে। প্রায় এক বছর পর ৫০ ওভারের ফরম্যাটে নামা এই ম্যাচে অস্ট্রেলিয়া পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরুতেই বিপদে পড়ে। মিচেল স্টার্কের দারুণ বোলিংয়ে প্রথম ছয় ব্যাটসম্যান ১১৭ রানের মধ্যেই ফিরে যান। বাবর আজম (৩৭) এবং মোহাম্মদ রিজওয়ান (৪৪) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বড় স্কোর গড়তে ব্যর্থ হন। তবে টেল এন্ডার নাসিম শাহ ৪৪ রানের একটি কার্যকর ইনিংস খেলেন, যেখানে ছিল চারটি ছয়। ফলে পাকিস্তান ২০৩ রানে অলআউট হয়। স্টার্ক ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে সবচেয়ে বেশি ভোগায়।

২০৩ রানের লক্ষ্যে নেমে অস্ট্রেলিয়া শুরুর দিকে ভালো অবস্থানে থাকলেও দ্রুত উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে। জস ইংলিস (৪৯) এবং স্টিভ স্মিথ (৪৪) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে শেষ পর্যন্ত কামিন্সের অপরাজিত ৩২ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া ৩৩.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০৩ (৪৬.৪ ওভার)  
রিজওয়ান ৪৪, নাসিম শাহ ৪৪, বাবর ৩৭  
স্টার্ক ৩/৩৩, কামিন্স ২/৩৯, জাম্পা ২/৬৪  

অস্ট্রেলিয়া: ২০৪/৮ (৩৩.৩ ওভার)  
ইংলিস ৪৯, স্মিথ ৪৪, কামিন্স ৩২*  
রউফ ৩/৬৭, আফ্রিদি ২/৪৩  

ফল: অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv