ফেনী সীমান্তে সোমালিয়ান নাগরিক আটক

আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০৪:২৩:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০৪:২৩:৫২ অপরাহ্ন
ফেনীর পরশুরামের নিজকালিকাপুর সীমান্ত থেকে এক সোমালিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২২ মার্চ) ভোরে তাকে আটক করা হয়।বিজিবি জানায়, ওই সোমালিয়ান নাগরিকের নাম আবদেয়ালি মোহাম্মদ আলী। তিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিলেন।



জানা যায়, পরশুরামের নিজকালিকা বিওপির টহল দল কর্তৃক সীমান্ত পিলার ২১৫৯/৩ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে বিজিবি টহল দল ওই সোমালিয়ান নাগরিককে আটক করে। আটককৃত ব্যক্তিকে ভিসা ব্যতিত অবৈধভাবে ভারত হতে বাংলদেশ প্রবেশের করার অপরাধে The Foreigner Act 1946 এর 3(2)(b)/13/14 ধারার জব্দকৃত মালামালসহ ফেনীর পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।



ফেনী বিজিবির পরিচালক (অধিনায়ক) লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় উক্ত অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে।



এর আগে গত ১৯ মার্চ ফেনী বিজিবির অভিযানে একজন নাইজেরিয়ান এবং তৎপূর্বে সুদানি এক নারীসহ জাম্বিয়ান নাগরিককে আটক করেছিল বিজিবি টহল দল।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv