
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় সাইকেল আরোহী মোজাম্মেল হোসেন (৭০) নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে মোবারকপুর ইউনিয়নের ধোপপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মোজাম্মেল হোসেন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামের মৃত জয়নালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে সাইকেলে চড়ে নিজ জমিতে কাজ করতে যাচ্ছিলেন মোজাম্মেল হোসেন। পথিমধ্যে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ধোপপুকুর এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত মোজাম্মেল হোসেনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের আত্মীয় ইয়াসিন আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
এদিকে, এই দুর্ঘটনার পর এলাকার বাসিন্দারা শোক প্রকাশ করেছেন এবং নিহতের পরিবারে সমবেদনা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে সাইকেলে চড়ে নিজ জমিতে কাজ করতে যাচ্ছিলেন মোজাম্মেল হোসেন। পথিমধ্যে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ধোপপুকুর এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত মোজাম্মেল হোসেনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের আত্মীয় ইয়াসিন আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
এদিকে, এই দুর্ঘটনার পর এলাকার বাসিন্দারা শোক প্রকাশ করেছেন এবং নিহতের পরিবারে সমবেদনা জানিয়েছেন।