আন্তর্জাতিক ইনকামিং কলের ৮০০ কোটি টাকা পাচার : চার্জশিট অনুমোদন

আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০৫:৩৪:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০৫:৩৪:০৩ অপরাহ্ন
ইন্টারন্যাশনাল গেটওয়ে এর মাধ্যমে ইনকামিং ও আউটগোয়িং কল এর মাধ্যমে ৮৬৮ কোটি ২৮ লাখ টাকা পাচারের ঘটনায় পৃথক দুই মামলায় চারজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র বা চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিগগিরই এই দুই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।

একটি অভিযোগপত্রের আসামি হলেন- অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অভিউর রহমান খান এবং চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদার। তাদের বিরুদ্ধে অভিযোগ, আন্তর্জাতিক ইনকামিং কলের মাধ্যমে ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা (৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ মার্কিন ডলার) অর্থপাচার করা হয়েছে, যা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী।

এই অভিযোগের তদন্তে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি দুদকের পরিচালক জালাল উদ্দিন আহম্মদ মামলা দায়ের করেন এবং তিনি নিজেই তদন্ত করেন।

অন্য একটি অভিযোগপত্রে আসামি হলেন- ভিশন টেল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রাসেল মির্জা এবং চেয়ারম্যান এম বদিউজ্জামান। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা আন্তর্জাতিক ইনকামিং কলের মাধ্যমে ৪০৪ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ২৯৩ টাকা (৫ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৪৬৪ মার্কিন ডলার) বৈদেশিক মুদ্রা পাচার করেছেন, যা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী।

এই মামলাটি ২০২১ সালের ১ ডিসেম্বর দুদকের পরিচালক জালাল উদ্দিন আহম্মদ দায়ের করেন এবং তিনি নিজেই তদন্ত করেন।

অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv