স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ০১:১২:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ০১:১২:০১ অপরাহ্ন
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৭ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার ২০২৫ তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন,"স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। ফ্যাসিবাদী সরকার দীর্ঘদিন ধরে এদেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে।"

তিনি আরও বলেন, "পুরস্কারপ্রাপ্তদের মধ্যে অনেকেই আজ আমাদের মাঝে নেই। জীবনদ্দশায় সম্মাননা গ্রহণ করতে না পারাটা বেদনাদায়ক। ভবিষ্যতে শুধু জীবিতদের পুরস্কার দেওয়ার নিয়ম করার বিষয়টি বিবেচনা করা উচিত। তবে, দেরিতে হলেও তাদের সম্মান প্রদর্শন করতে পেরে আমরা আনন্দিত।"

স্বাধীনতা পুরুস্কার পেয়েছেন তারা হলেন, — বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর), শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ (মরণোত্তর)।

প্রসঙ্গত, গত ১১ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বাধীনতা পুরস্কারের মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করা হয়।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv