তামিমকে দেখতে হাসপাতালে গিয়েছেন সাকিবের বাবা-মা

আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ০২:৪৩:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ০২:৪৩:০৯ অপরাহ্ন
তামিম ইকবালকে দেখতে সাভারের কেপিজে হাসপাতালে গিয়েছেন সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা এবং মা শিরীন আক্তার। আজ (মঙ্গলবার) দুপুর ১টার দিকে তারা হাসপাতাল পরিদর্শন করেন।

বিসিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তামিম ইকবাল ‘মৃত্যুর দুয়ার’ থেকে ফিরে এসেছেন, তবে এখনো পুরোপুরি শঙ্কামুক্ত হননি। সাবেক অধিনায়ক তামিমের জন্য দোয়া চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন তার সতীর্থ সাকিব আল হাসান। সাকিব লিখেছেন, “আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।”

সাকিব আরও লিখেছেন, “তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।” তিনি যোগ করেছেন, “তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।”

প্রসঙ্গত, প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা অনুভব করায় সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে জানা যায়, তামিমের দুটি হার্ট অ্যাটাক হয়েছে এবং হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়েছে।

এখন পর্যন্ত জানা গেছে, তামিম ইকবালের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে তার কথাবার্তা হয়েছে, তবে তিনি এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন। চিকিৎসকরা আরও ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন তাকে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv