বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার যদি বিএনপিকে অন্ধকারে রেখে কোনো ব্যবস্থা নেয়, তবে সেটি মেনে নেওয়া হবে না। তিনি উল্লেখ করেন যে, অতীতে জনগণ ভোটারবিহীন সরকারকে মেনে নেনি, এবং বর্তমানেও তারা তা মেনে নেবে না।
মির্জা আব্বাস সরকারকে সতর্ক করে বলেন, তারা যেন এমন কিছু না করে যার ফলে জাতির মধ্যে সরকারের প্রতি বিশ্বাস কমে যায়।
তিনি আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন আহমেদ সাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির নয়, বরং জনগণের জন্য গণতন্ত্র ফিরিয়ে দিতে আন্দোলন করছে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, ছলচাতুরি করার কোনো প্রয়োজন নেই। সরকারকে জাতিকে জানাতে হবে, তারা কবে নির্বাচন দিতে চান। এছাড়া, সংবিধান পুনঃলিখন করতে হলে তাদের বিএনপির সঙ্গে আলোচনা করতে হবে।
মির্জা আব্বাস সরকারকে সতর্ক করে বলেন, তারা যেন এমন কিছু না করে যার ফলে জাতির মধ্যে সরকারের প্রতি বিশ্বাস কমে যায়।
তিনি আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন আহমেদ সাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির নয়, বরং জনগণের জন্য গণতন্ত্র ফিরিয়ে দিতে আন্দোলন করছে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, ছলচাতুরি করার কোনো প্রয়োজন নেই। সরকারকে জাতিকে জানাতে হবে, তারা কবে নির্বাচন দিতে চান। এছাড়া, সংবিধান পুনঃলিখন করতে হলে তাদের বিএনপির সঙ্গে আলোচনা করতে হবে।