
দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলে দাবানল আরও ভয়াবহ রূপ নিয়েছে। এতে প্রাণহানি বাড়তে বাড়তে ১৮ জনে পৌঁছেছে। মঙ্গলবার (২৫ মার্চ) ডয়েচে ভেলে ও নিউইয়র্ক টাইমস এ তথ্য নিশ্চিত করেছে।
জরুরি বিভাগ জানিয়েছে, দাবানলের কারণে কমপক্ষে ২৭ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইতোমধ্যে পুড়ে গেছে ২০০টিরও বেশি স্থাপনা। ধ্বংস হয়েছে ১৩শ বছরের পুরোনো একটি বৌদ্ধ মন্দির সহ অসংখ্য গাড়ি, কারখানা ও ঘরবাড়ি।
আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫ হাজার ফায়ার ফাইটার, সেনা সদস্য ও জরুরি বিভাগের কর্মী কাজ করছে। তবে প্রতিনিয়ত আগুনের ভয়াবহতা আরও বাড়ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে তৃতীয় বৃহত্তম দাবানল। শুক্রবার (২২ মার্চ) শুরু হওয়া এ অগ্নিকাণ্ড মানবসৃষ্ট হতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে।
জরুরি বিভাগ জানিয়েছে, দাবানলের কারণে কমপক্ষে ২৭ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইতোমধ্যে পুড়ে গেছে ২০০টিরও বেশি স্থাপনা। ধ্বংস হয়েছে ১৩শ বছরের পুরোনো একটি বৌদ্ধ মন্দির সহ অসংখ্য গাড়ি, কারখানা ও ঘরবাড়ি।
আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫ হাজার ফায়ার ফাইটার, সেনা সদস্য ও জরুরি বিভাগের কর্মী কাজ করছে। তবে প্রতিনিয়ত আগুনের ভয়াবহতা আরও বাড়ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে তৃতীয় বৃহত্তম দাবানল। শুক্রবার (২২ মার্চ) শুরু হওয়া এ অগ্নিকাণ্ড মানবসৃষ্ট হতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে।