ঈদের লম্বা ছুটিতে যাচ্ছেন? বাসা ছাড়ার আগে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরী

আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ১২:৪১:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ১২:৪১:১৮ অপরাহ্ন
ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। সে অনুযায়ী প্রস্তুতি শুরু হয়েছে সবারই। যেহেতু এবার ঈদে টানা ৯ দিনের সরকারি ছুটি পাওযা যাবে। সে সুযোগ কাজে লাগিয়ে হয়তো অনেকেই গ্রামে কিংবা অন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানও করে ফেলেছেন।


আর এই সময়ে ফাঁকা বাসায় ঘটতে পারে নানা ধরনের দূর্ঘটনা। তাই ছুটিতে বাসা ছাড়ার আগে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। 


চলুন জেনে নেওয়া যাক কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন-

১. বাসার নিরাপত্তা নিশ্চিত করুন


বাড়ি যাওয়ার আগে দরজা-জানালা ঠিকঠাক বন্ধ করেছেন কি না, খেয়াল করুন। প্রয়োজনে বারবার দেখে নিন, বাসায় তালা ঠিকভাবে লাগানো হয়েছে কি না। ঈদের সময়টায় চুরি-ডাকাতি বেড়ে যায়। তাই বাসার সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে এরপর যাত্রাপথে বের হবেন।

২. গ্যাস ও পানির লাইন 

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে গ্যাস সিলিন্ডার অথবা গ্যাসের লাইন বন্ধ করে বের হবেন। এমনকি বাড়ি থেকে ফিরে এসে চুলা জ্বালানোর আগে বাসার দরজা-জানালা খুলে দিন। এতে বাসার ভেতরে গ্যাস জমে থাকলেও বের হয়ে যাবে। পানির কল ভালোভাবে বন্ধ হয়েছে কি না, সে ব্যাপারেও নজর রাখবেন।
৩. দরকারি কাগজপত্র ফটোকপি করে রাখুন

ঈদে বাড়ির পথে পা বাড়ানোর আগে যাবতীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র, যেমন আইডি কার্ড, পাসপোর্ট ইত্যাদি ফটোকপি করে এক কপি নিজের কাছে রাখুন এবং মূল কপি সযত্নে রেখে যান। যাত্রাপথে ভিড়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে গেলে পুনরুদ্ধার করতে বিশাল ঝক্কিঝামেলা পোহাতে হবে।

৪. ঘরের বৈদ্যুতিক সুইচ বন্ধ করুন

বাসা থেকে বের হওয়ার আগে তাড়াহুড়ায় বিদ্যুতের সুইচ বন্ধ করতে ভুলে যান অনেকে। বিশেষ করে বের হওয়ার সময় বাড়িতে যদি বিদ্যুৎ না থাকে, তাহলে লাইট-ফ্যানের সুইচ অন ছিল কি না, অনেক সময় বোঝা যায় না। লম্বা ছুটিতে যাওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে বাসার প্রতিটি লাইট, ফ্যানের সুইচ বন্ধ করা হয়েছে কি না। এমনকি বাসার গুরুত্বপূর্ণ লাইন, যেমন কম্পিউটার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন ইত্যাদির প্লাগ খুলে রাখার চেষ্টা করবেন।

৫. ফ্রিজ ও ডাস্টবিন খালি করুন

বাড়ি যাওয়ার আগে ফ্রিজ ও ডাস্টবিন যথাসম্ভব খালি রাখার চেষ্টা করুন। নইলে দীর্ঘ ছুটি শেষে বাড়ি ফিরে দেখা যায়, ফ্রিজে থাকা খাবার নষ্ট হয়ে গেছে। তখন চাইলেও সেই বাসি খাবার খাওয়া সম্ভব হয় না। 

অন্যদিকে ডাস্টবিন পরিষ্কার না করা হলে ময়লা জমে ঘরে দুর্গন্ধের সৃষ্টি হয়। ঘর বন্ধ থাকায় দুর্গন্ধ বেরও হতে পারে না, এ কারণে ছুটি শেষে ঘরে ফিরে মুখোমুখি হতে হয় দুর্গন্ধের।

৬. ঘরগুছানো

এছাড়া দীর্ঘ যাত্রার আগে ঘর ভালোমতো পরিষ্কার করে গুছিয়ে রেখে যান। ঈদের ছুটি শেষে যখন আবারও ব্যস্ত জীবনে ফিরবেন, তখন অগোছালো ঘরবাড়ি দেখে মুহূর্তেই মন খারাপ হয়ে যেতে পারে। যে কারণে ছুটিতে যাওয়ার আগেই ঘরদোর গুছিয়ে যান। এতে ছুটি শেষ করে ফিরে অস্বস্তিকর অবস্থায় পড়তে হবে না।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv