বলিউড ছাড়ার সিদ্ধান্ত সানি দেওলের

আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ১২:৪৪:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ১২:৪৪:৪৬ অপরাহ্ন
বলিউডে চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার সানি দেওলের। একটা সময় নিয়মিত পর্দায় দেখা গেলেও এখন অনেকটাই অনিয়মিত। মাঝেমধ্যে হাজির হন পর্দায়। বলিউড নিয়ে বেশ হতাশ অভিনেতা, এবার তিনি বলিউড ছাড়তে চান বলে জানালেন। সদ্য তার হাত ধরে দক্ষিণী পরিচালক গোপীচাঁদ মালিনেনি ‘জাট’ সিনেমা তৈরি করে বলিউডে পা রেখেছেন। ট্রেলারের ঝলক দেখে প্রশংসায় পঞ্চমুখ দক্ষিণী দর্শকরা। 


ভারতীয় সংবাদমাধ্যম আজকালের প্রতিবেদনে বলা হয়েছে, কাপুর এবং ‘খান-দানে’র পাশাপাশি বলিউডে এখন ‘টক অফ দ্য টাউন’ দেওল পরিবার। খুব আক্ষেপের সুরে ধর্মেন্দ্র বলেছিলেন, ‘বলিউড দেওল পরিবারকে যোগ্য সম্মান দেয়নি কোনোদিন।’



এদিকে আক্ষেপ করে সানি দেওল বলেন, ‘বলিউড পরিচালকদের উচিত, দক্ষিণী প্রযোজকদের দেখে শেখা। আগে হিন্দিতে সিনেমাটা তৈরি করো। তারপর না হয়, সিনেমা কীভাবে ভালো করে বানাতে হয়, সেটা শিখবে। চিত্রনাট্যই তো আসল হিরো।’ 


‘আমি তো জাট সিনেমাটা করতে গিয়ে এত্ত মজা পেয়েছি যে ওদের বলে এসেছি, আমাকে নিয়ে যেন আরেকটা সিনেমা তৈরি করে। একদিন হয়ত দক্ষিণে গিয়েই পাকাপাকিভাবে বাস করা শুরু করব।’

তার কথায়, ‘আমার হাতের কামাল দেখেছে গোটা উত্তর ভারত। এবার দক্ষিণ ভারত দেখবে। বিদেশি প্রভাবে কী অবস্থা আমাদের ইন্ডাস্ট্রির। আমরা ভুলে গেছি আমাদের দেশে কীসব সিনেমা তৈরি হত। আমাদের ফিরে যাওয়া উচিত সেই দিনগুলোতে যখন ‘ঘটক’, ‘দামিনী’, ‘অর্জুন’-এর মতো সিনেমা তৈরি হত।’


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv