ইসরায়েলে রকেট হামলা

আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০৫:৪৯:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০৫:৪৯:৫১ অপরাহ্ন
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হয়েছে। বুধবার (২৬ মার্চ) গাজা থেকে অন্তত দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানা যায়নি।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ছোড়া দুটি রকেটের একটি প্রতিহত করা হয়েছে, অন্যটি ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় ভূপাতিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সময় দুপুর ১২টা ৩ মিনিটে ইসরায়েলের জিমরাত এলাকায় সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করা হয়। এর পরপরই গাজার আকাশ থেকে ছোড়া দুটি রকেট শনাক্ত করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, "একটি রকেট সফলভাবে প্রতিহত করেছে ইসরায়েলি বিমান বাহিনী, অন্যটি সীমান্তবর্তী এলাকায় পড়েছে।" তবে রকেট হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় উপত্যকায় নতুন করে আরও ৩৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১২৪ জন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজার মন্ত্রণালয় বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৫০ হাজার ১৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৮২৮ জন।

তবে গাজার সরকারি গণমাধ্যম অফিসের তথ্যমতে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে, এবং ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার ফিলিস্তিনি আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: এএফপি, আল জাজিরা


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv