এবার উন্নয়নশীল দেশগুলোতে টিকা সহায়তায় কোপ ট্রাম্পের

আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ০১:১১:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ০১:১১:৩৭ অপরাহ্ন
উন্নয়নশীল দেশগুলোতে টিকা সহায়তা প্রদানকারী বৈশ্বিক সংস্থা গ্যাভি-তে তহবিল প্রদান বন্ধের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস।

সোমবার রাতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে ২৮১ পৃষ্ঠার একটি নথি পাঠিয়েছে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড)। সেখানে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর গত দুই মাসে ৫,৩৪০টি আন্তর্জাতিক খাত ও প্রতিষ্ঠানে তহবিল প্রদান বন্ধ করা হয়েছে। তবে ৯০০টি খাত ও প্রতিষ্ঠান এখনও সহায়তা পাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ হওয়া সংস্থাগুলোর মধ্যে অন্যতম টিকা সহায়তা সংস্থা গ্যাভি। ইউএসএইডের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গ্যাভি জানিয়েছে, “যুক্তরাষ্ট্রের সহায়তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ৫ বছরে ৮০ লাখ শিশুকে টিকা সহায়তা দেওয়ার লক্ষ্য নিয়েছি আমরা। কিন্তু মার্কিন সহায়তা ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।”

জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের নির্বাহী পরিচালক উইলিয়াম মস এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বলেন, “গত কয়েক বছরে গ্যাভি অসাধারণ সাফল্য দেখিয়েছে। সংস্থাটির টিকা সহায়তার কারণে বিশ্বের বহু দেশে নিরাময়যোগ্য রোগে মৃত্যুর হার কমেছে। করোনা মহামারির সময়ও গ্যাভি দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে টিকা সহায়তা দিয়েছে। মার্কিন সহায়তা বন্ধ হয়ে গেলে এই খাত বড় সংকটে পড়বে।”

গ্যাভিতে তহবিল বন্ধের পাশাপাশি ম্যালেরিয়া নির্মূল বিষয়ক আন্তর্জাতিক কর্মসূচিতেও সহায়তা বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন। তবে এইচআইভি, যক্ষা চিকিৎসা এবং খাদ্য সহায়তা কর্মসূচিগুলো অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে ইউএসএইড।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv