লিবিয়া থেকে ফিরলেন আরও ১৪৪ বাংলাদেশি

আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ০৫:৩৫:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ০৫:৩৫:৫২ অপরাহ্ন
লিবিয়া থেকে আরও ১৪৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে তারা দেশে ফেরেন।

ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানায়, দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ১৪৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।

 
ফেরত আসা অভিবাসীদের মধ্যে ৫৫ জন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। অবশিষ্ট ৮৯ জন বিপদগ্রস্ত অবস্থায় মিসরাতা ও ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। তাদের মধ্যে ৬ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
 

অভিবাসীরা লিবিয়ার বুরাক এয়ারের ফ্লাইটযোগে বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকায় পৌঁছান।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com