নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন নগরবাসী

আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ১০:৩৫:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ১০:৩৫:১৮ পূর্বাহ্ন
ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বাড়ি ফেরা মানুষের ঢল। ভিড় বাড়লেও ঈদ যাত্রার পঞ্চম দিনেও অনেকটা নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন নগরবাসী।

শুক্রবার (২৮ মার্চ) কর্মজীবী মানুষজন রাজধানী ঢাকা ছাড়ছে। কেউ বাস কেউ ট্রাকে আবার অনেকেই ব্যক্তিগত যানবাহনে বাড়ি ফিরছেন। অনেকেই আবার মহাসড়কের যানজটের ভোগান্তি থেকে রেহাই পেতে আগে থেকেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। মহাসড়কে কোথাও কোনো প্রকার ভোগান্তির শিকার হতে হচ্ছে না তাদের।


এবারের ঈদে টানা ৯ দিনের ছুটি শুরু হয়েছে আজ। যদিও লম্বা ছুটি এবং সার্বিক ব্যবস্থাপনায় যাত্রীরা বাড়তি দুর্ভোগ ছাড়াই ছুটে যাচ্ছেন আপনজনের কাছে।



এদিন সকাল থেকে মিলছে ট্রেনের ৭ এপ্রিলের ফিরতি টিকিট। সকাল ৮টা থেকে এ সময় পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। অন্যদিকে দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। গেল কয়েকদিনের ধারাবাহিকতা শেষে শুক্রবার রেলপথে চোখে পড়ে চিরচেনা উপচেপড়া ভিড়। যদিও সকল থেকে এখনও পর্যন্ত নেই কোন সিডিউল বিপর্যয়।
 


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv